
ঢাকা মহানগরীর কাকরাইলে এবি ব্যাংক’র ইসলামী ব্যাংকিং শাখা। এ শাখার প্রিন্সিপ্যাল অফিসার ও মুরাকিব জনাব মোহাম্মদ বিলাল হুসাইন মনোগ্রাম তৈরী বিষয়ে আমাকে জানালেন। ব্রাঞ্চ ম্যানেজার সাহেবের সাথে কয়েকটি নমুনা নিয়ে দেখা করলাম। অবশেষে একটি মনোগ্রাম মনোনীত হলো। এতে দিওয়ানী লিপি ব্যবহার করা হয়েছে। আরবীতে লেখা-‘আল মাসরাফিয়্যাহ আল ইসলামিয়্যাহ’ অর্থাৎ ইসলামিক ব্যাংকিং। আমার হাতে তৈরী মনোগ্রামটি ব্যাংক কর্তৃপক্ষ গ্রহণ করায় তাদেরকে কৃতজ্ঞতা জানাই। - মোহাম্মদ আবদুর রহীম
Sir Khub Sundar Hoyeche
ReplyDelete