Saturday, March 5, 2011

‘মুয়াল্লা’ শৈলীতে ‘আলহামদুলিল্লাহ’ ক্যালিগ্রাফি


প্রিয় বন্ধুরা
আমরা নতুন একটি শৈলীর কথা শুনেছি।‘মুয়াল্লা’ শৈলীতে ক্যালিগ্রাফি করতে আমার খুব ভাল লাগে। ‘আলহামদুলিল্লাহ’ শব্দ দিয়ে এখানে একটি ক্যালিগ্রাফি দিলাম। ক্যালিগ্রাফির সাথে ইসলামিক নকশাও দিলাম।

হাতে-কলমে ক্যালিগ্রাফি



প্রিয় বন্ধুরা
বিশ্ব শিল্পকলায় ক্যালিগ্রাফি একটি প্রধান ধারা। হরফের ইতিহাসের মত এর ইতিহাস প্রাচীন। আমরা আরবি ক্যালিগ্রাফির হরফ এবং এর দৃষ্টিনন্দন শৈলী নিয়ে আলোচনা এবং কিভাবে ক্যালিগ্রাফি করা হয়, তা হাতে-কলমে দেখানোর চেষ্টা করবো। আসুন, শুরু করা যাক।